Ajker Patrika

যুবলীগ নেতার পলিথিন তৈরির কারখানা সিলগালা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পলিথিন ও কাঁচামাল। ছবি: সংগৃহীত
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পলিথিন ও কাঁচামাল। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে এক যুবলীগ নেতার কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক আছেন।

আজ সোমবার সদরের সালন্দর এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিনিয়র সহকারী কমিশনার খাইরুল ইসলাম বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারাই ধারাবাহিকতা পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সালান্দার ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিনের এ কারখানাটি গড়ে তুলেছেন সদর উপজেলার সালান্দার ইউনিয়নের সেতু হক। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। দীর্ঘ ৩ বছর ধরে তিনি এই কারখানা পরিচালনা করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত