Ajker Patrika

টয়লেটের ফ্ল্যাশবক্সে ১৪ মোবাইল, অনলাইন ‘জুয়ার ডিলার’ আটক

পঞ্চগড় প্রতিনিধি
সেনাবাহিনীর হাতে আটক আবু সাত্তার। ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর হাতে আটক আবু সাত্তার। ছবি: সংগৃহীত

টয়লেটের ফ্ল্যাশবক্সে লুকিয়ে রাখা হয়েছিল অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পঞ্চগড় শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এক সক্রিয় ডিলারকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আবু সাত্তার (২৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। চার বছর ধরে তিনি শহরের রওশনাবাগ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাতে আবু সাত্তারের বাসায় কড়া নাড়লেও ভেতর থেকে সাড়া না পাওয়ায় দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করেন সেনা সদস্যরা। ঘর তল্লাশির একপর্যায়ে টয়লেটের ফ্ল্যাশবক্সে লুকানো অবস্থায় ১৪টি মোবাইল ফোন উদ্ধার হয়। অভিযানে আরও উদ্ধার করা হয় একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার। এগুলোতে থাকা তথ্য বিশ্লেষণে অনলাইন জুয়াসংক্রান্ত অসংখ্য সাইটের লিংক, লেনদেনের হিসাব ও বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মেলে। ডিভাইসগুলো থেকে প্রায় ১২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

রাত ২টা পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্বে ছিলেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেহেদী পিয়াস জয়। অভিযানে উদ্ধার করা সব ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক আবু সাত্তারকে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং পুলিশের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আটকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু সাত্তার বলেন, ‘আমি ৪ বছর ধরে এই কাজ করে আসছি। টেকনিক্যালি এটা অবৈধ হলেও দেশের টাকা দেশে রাখার জন্যই করেছি। মাসে প্রায় ১ লাখ টাকা আয় হতো।’

সেনা ক্যাম্প কমান্ডার মেহেদী পিয়াস জয় বলেন, ‘আবু সাত্তার একজন সংগঠিত অনলাইন জুয়ার হোতা। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত