Ajker Patrika

নীলফামারীতে ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীতে ২৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এর মধ্যে ১৭ জন দলীয় এবং নয়জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থী যারা তাদের নির্ধারিত প্রতীক, স্বতন্ত্র প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং যেসব প্রতীকে একাধিক আবেদন ছিল সে ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার–নৌকা, জাতীয় পার্টির তসলিম উদ্দিন–লাঙ্গল, তৃণমূল বিএনপির এন কে আলম চৌধুরী–সোনালি আঁশ, বিএনএমের জাফর ইকবাল সিদ্দিকী–নোঙর, জাতীয় পার্টির (জেপি) মখদুম আজম মাশরাফি–বাইসাইকেল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম–টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী–ট্রাক প্রতীক পেয়েছেন। 

আসনটির ভোটার সংখ্যা চার লাখ ২৯ হাজার ৯৪ জন। এর মধ্যে মহিলা দুই লাখ ১২ হাজার ২৯৬, পুরুষ দুই লাখ ১৬ হাজার ৭৯৬ জন এবং হিজড়া দুজন। এর মধ্যে ডোমারে দুই লাখ চার হাজার ৩৯৭ ভোটারের মধ্যে মহিলা এক লাখ ৯৬২, পুরুষ এক লাখ তিন হাজার ৪৩৪ ও হিজড়া একজন। ডিমলায় দুই লাখ ২৪ হাজার ৬৯৭ ভোটারের মধ্যে মহিলা এক লাখ ১১ হাজার ৩৩৪ এবং পুরুষ এক লাখ ১৩ হাজার ৩৬২ জন। 

নীলফামারী-২ (সদর) আসনে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর–নৌকা, জাতীয় পার্টির শাহাজাহান আলী চৌধুরী–লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মোরছালীন ইসলাম–ডাব ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন–ট্রাক প্রতীক পেয়েছেন। 

আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে মহিলা এক লাখ ৭৯ হাজার ৭৩, পুরুষ এক লাখ ৭৯ হাজার ৭১৮ জন। 

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল–লাঙ্গল, তৃণমূল বিএনপির খলিলুর রহমান–সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর–হাতঘড়ি, স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা–ঈগল, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের–কেটলি, স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ শামীম–মোড়া, স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল–কাঁচি ও স্বতন্ত্র প্রার্থী হুকুম আলী খান–ট্রাক প্রতীক পেয়েছেন। 

আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে মহিলা এক লাখ ৩৫ হাজার ২৬৮ জন, পুরুষ এক লাখ ৪০ হাজার ৭২ জন ও হিজড়া ভোটার একজন। 

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে সাতজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান–লাঙ্গল, বিএনএমের এম সাজেদুল করিম–নোঙর, তৃণমূল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের–সোনালি আঁশ, জাসদের আজিজুল হক–মশাল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাই সরকার–আম, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন–ট্রাক ও অপর স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম–কাঁচি প্রতীক পেয়েছেন। 

আসনটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৮৭ জন। এর মধ্যে মহিলা দুই লাখ ১২ হাজার ২৩৮, পুরুষ দুই লাখ ১৩ হাজার ৮৪৪ জন, হিজড়া পাঁচজন। এর মধ্যে সৈয়দপুরে দুই লাখ ১৪ হাজার ৩৪৮ জন। মহিলা এক লাখ সাত হাজার ১০০ জন, পুরুষ এক লাখ আট হাজার ২৪৪ জন, হিজড়া ভোটার চারজন। 

কিশোরগঞ্জে দুই লাখ ১০ হাজার ৭৩৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা এক লাখ পাঁচ হাজার ১৩৮ জন, পুরুষ এক লাখ পাঁচ হাজার ৬০০ জন ও হিজড়া ভোটার একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত