Ajker Patrika

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম: ফুলবাড়ী সীমান্ত থেকে আলম মিয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট সাদিয়ালকাটি গ্রামের দুদু মিয়ার ছেলে। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ তাঁকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠায়। তবে অনুপ্রবেশের কারণ জানা যায়নি।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলারের ৯৪৬–এর সাব পিলার ৫এস থেকে দুশ গজ ভেতরে ভল্লিরতল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশ করায় টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে রাত ১২টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে এ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত