রংপুর প্রতিনিধি
রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আজ রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউতে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে জাপার নেতারা কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন।
তবে সে সময় অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করায় অসন্তোষ প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার দুপুরে দলের কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন মামলা গ্রহণে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলীর দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ, যেখানে ২২ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপর দিকে শনিবার পাল্টা মামলা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর শাখার সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি অভিযোগে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তার দিকে যাওয়ার সময় জি এম কাদেরের নির্দেশে তাঁর সমর্থকেরা মিছিলে হামলা চালায়, এতে তাঁদের চারজন কর্মী আহত হন।
এ মামলায় জি এম কাদের, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, উভয় পক্ষের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আজ রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউতে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে জাপার নেতারা কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন।
তবে সে সময় অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করায় অসন্তোষ প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার দুপুরে দলের কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন মামলা গ্রহণে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলীর দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ, যেখানে ২২ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপর দিকে শনিবার পাল্টা মামলা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর শাখার সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি অভিযোগে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তার দিকে যাওয়ার সময় জি এম কাদেরের নির্দেশে তাঁর সমর্থকেরা মিছিলে হামলা চালায়, এতে তাঁদের চারজন কর্মী আহত হন।
এ মামলায় জি এম কাদের, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, উভয় পক্ষের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উপজেলর আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টুর বাড়ির অদুরে তার মালিকাধীন কমিউনিটি সেন্টারে আজ রোববার বানারীপাড়া এবং সোমবার উজিরপুরের সম্মেলন হবে।
৩৭ মিনিট আগেপুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
১ ঘণ্টা আগে