Ajker Patrika

স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষিকা সুফিয়ার

নীলফামারী প্রতিনিধি
স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষিকা সুফিয়ার

বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষিকা সুফিয়া বেগমের (৪২)। স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাথরবাহী ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। আজ বৃহস্পতিবার নীলফামারী-জলঢাকা সড়কের সিংদই বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্বামী আব্দুল হাই একই এলাকার কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক। দুজনে মোটরসাইকেলে যাতায়াত করেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর প্রতিদিনের মতো স্বামীর মোটরসাইকেলে করে শহরের বাসায় ফিরছিলেন এই দম্পতি। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের অদূরে ইটাখোলা গ্রামে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাথর বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫৭৪০)। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল রউফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত সুফিয়া বেগম কচুকাটা ইউনিয়নের দুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামী একই এলাকার কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষক। দুজনের শিক্ষাপ্রতিষ্ঠান একই এলাকায় হওয়ায় তারা শহরের ইটাখোলা বাসা থেকে প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করেন।’ 

ওসি তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। আহত মোটরসাইকেলের চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনগত কার্যক্রম চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত