Ajker Patrika

হেফাজতের গণসমাবেশে এসে দেয়ালধসে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৮
হেফাজতের গণসমাবেশে এসে দেয়ালধসে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে এসে রাকিবুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গণসমাবেশস্থলের পাশে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেয়ালধসে চাপা পড়ে সে। গতকাল শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। 

দেয়ালধসের পর উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হেফাজতে ইসলামের নেতা ক্বারি আতাউল হক। নিহত রাকিবুল রংপুরের পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 

২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন ও গণগ্রেপ্তার, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার, সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুর বিভাগ গণসমাবেশের আয়োজন করে। 

গণসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুহাম্মদ ইউনুস। গণসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহসহ বিভিন্ন হেফাজত নেতা। 

এর আগে পীরগঞ্জের বাবনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজত নেতারা। এ সময় তাঁর কবরের পাশে ‘জামিয়া শহীদ আবু সাঈদ মাদ্রাসা’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত