দিনাজপুর প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর বেশি দিন নয়, প্রতি জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’
আজ শুক্রবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে উল্লেখ করে বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে, তা আজ বিশ্ববাসী অনুভব করেছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপি-জামায়াতের মতো আগুন-সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করতে চায়। ইতিমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশেই সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক অ্যাডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন প্রমুখ। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
এ আগে সকাল ১০টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর বেশি দিন নয়, প্রতি জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’
আজ শুক্রবার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে উল্লেখ করে বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে, তা আজ বিশ্ববাসী অনুভব করেছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপি-জামায়াতের মতো আগুন-সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করতে চায়। ইতিমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশেই সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক অ্যাডমিন অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন প্রমুখ। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।
এ আগে সকাল ১০টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।
কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে দ্বিতীয় দিনের মতো চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে কেউ কেউ ইঞ্জিনচালিত বোটে পারাপার হচ্ছেন, আবার অনেক যানবাহন রাঙ্গুনিয়া গোডাউন সেতু ব্যবহার
২৭ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় পুকুর থেকে শোয়েবুর খান (৪৩) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায়।
৩০ মিনিট আগেমো. মনিরুল ইসলামকে আহবায়ক ও মোহাম্মদ হেলালকে সদস্য সচিব করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) পার্টির বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ৪৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির
৩১ মিনিট আগেনওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে