Ajker Patrika

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা ইমামের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯: ৪০
নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা ইমামের মৃত্যু

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা মসজিদের ইমাম কারি মো. আবুল হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর আজ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত সোমবার সকালে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ি গ্রামে গলা কেটে আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি ওই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মক্তবের শিক্ষক এবং মাদ্রাসাসংলগ্ন তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।

নিহতের স্বজনেরা জানান, ঘটনার দিন সকালে বাড়ি থেকে সাইকেলে মক্তবে যাচ্ছিলেন আবুল হোসেন। নীলফামারী-ডোমার সড়কের তরণীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্ত তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মশিয়ুর রহমান বলেন, আবুল হোসেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন।

 এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত