Ajker Patrika

পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৬: ১৮
পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে স্বাধীন ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এলাকার শিবমন্দিরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্বাধীন ইসলাম উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের শিবের মন্দির এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন কিশোরসহ স্বাধীন শিবমন্দিরের পুকুরে গোসল করতে নামে। পরে সবাই উঠলেও স্বাধীন ইসলাম ওঠেনি। সবাই খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় কিশোর স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

এ ঘটনায় ৯ নম্বর কুশদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সায়েম সবুজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত