Ajker Patrika

হারাগাছে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি
হারাগাছে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কাউনিয়া (রংপুর): রংপুরের হারাগাছ এলাকায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নম্বর ওয়ার্ডের কিশামত হাজিরবাজার গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম খোকন চন্দ্র বর্মণ (৩৮)। তিনি মহব্বতখাঁ গ্রামের মৃত খেরত রায়ের ছেলে। 

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গাছকাটা শ্রমিক খোকন চন্দ্র বিকেল সাড়ে ৪টায় কিশামত হাজিরবাজার গ্রামে রওশনআরার ইউক্যালিপটাস গাছে উঠে ডাল কাটতে থাকেন। হঠাৎ তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত