Ajker Patrika

গাইবান্ধায় ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৫
Thumbnail image

গাইবান্ধা শহরে ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার যৌগ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। 

এ সময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঘাঘট লেক পরিষ্কার অভিযান দিয়ে শুরু করলাম। লেকে কচুরি পানা জমে থাকায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। লেক পরিষ্কার থাকলে পানির স্রোত অব্যাহত রাখতে পারলে পৌর শহরে কোনো ময়লা পানি জমতে পারবে না।’ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলানো থেকে সাধারণ জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। 

জেলা প্রশাসক আরও বলেন, ‘জেলায় যেসব জায়গা অপরিচ্ছন্ন রয়েছে, সেগুলো পরিষ্কার করা দরকার। আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে, শুধু লেকগুলোই পরিষ্কার হবে তা নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।’  

এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মোশররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানসহ অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত