Ajker Patrika

ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে নিহত ১, দুই দিনে চারজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১: ২৪
ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে নিহত ১, দুই দিনে চারজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে সদ‌রের গুঞ্জরগড় গ্রামের পাশের এক বিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক র‌কিবুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাম মিয়া গুঞ্জরগড় এলাকার বা‌সিন্দা। এ নিয়ে দুই দিনে এ জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হলো।

কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রুবেল বলেন, আজ সকালে কালাম‌ মিয়া গ্রামের পাশের বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তি‌নি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। দগ্ধদের মধ্যে ছয়জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত