Ajker Patrika

কবর থেকে ১৬ কঙ্কাল চুরির অভিযোগ 

নীলফামারী প্রতিনিধি
কবর থেকে ১৬ কঙ্কাল চুরির অভিযোগ 

নীলফামারী সদরের কুন্দপুকুর মাজার কবরস্থানের কবর থেকে ১৬টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানে ১৬টি কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়। 

স্থানীয়দের অভিযোগ, আজ বুধবার সকালে কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানের কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়। উন্মুক্ত থাকা কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলে কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে এসব কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভাটা শ্রমিক আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল খুঁড়েছে। পরে দেখতে পাই আরও কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৬টি কবর খোঁড়া হয়েছে।’ 

নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৫) বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে এখানে কবর দেওয়া হয়। সকালে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটির মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু তার কঙ্কাল নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’ 

একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, ‘সকালে এসে ১৬টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাই। এসব কবরের বয়স দেড় থেকে দুই বছরের হবে। আমার বড়ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাইনি। দুর্বৃত্তরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল দেখে যায়।’ 

কুন্দপুকুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের জয়নাল আবদিন (৪৯) বলেন, ‘১১ মাস আগে আমার বাবা তারা মামুদ ও ২০ মাস আগে মা ফুলফুলি বেগমকে কবর দেওয়া হয় ওই কবরস্থানে। খবর পেয়ে বুধবার সকালে এসে ওই কবর দুটির মাটি খোঁড়া দেখতে পাই। সেখানে কাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল পাইনি।’ 

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছেন, মাজার কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে সেটি না দেখে বলা সম্ভব না।’ 

মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্য মতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’ 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত