Ajker Patrika

স্বামীর গোপনাঙ্গ কেটে পলাতক স্ত্রী

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯: ২৬
স্বামীর গোপনাঙ্গ কেটে পলাতক স্ত্রী

পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। সোমবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শিমুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম সোলায়মান মিয়া (২৭)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মিঠাপুকুর থানা-পুলিশ জানিয়েছে, পায়রাবন্দ ইউনিয়নের দমদমা বাজার-সংলগ্ন শিমুলপাড়া গ্রামের সোলায়মান মিয়া পেশায় একজন ট্রাকশ্রমিক। দুই বছর আগে তিনি মাগুরার রেহেনা বেগমকে বিয়ে করেন। তবে রেহেনা বেগম তাঁর স্বামী সোলায়মানের বাড়িতে আসেন মাস ছয়েক আগে। এই কয়েক মাসের সংসারজীবনে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য দেখা দেয়। রেহেনার অভিযোগ, সোলায়মান মিয়া পরকীয়ায় লিপ্ত। অন্যদিকে সোলায়মান মিয়ার অভিযোগ, তাঁর স্ত্রীর বয়স বেশি, তাঁকে জোর করে রেহেনাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। এ নিয়ে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। গত সোমবার রাতের কোনো এক সময় রেহেনা বেগম স্বামী সোলায়মান মিয়ার গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, সোলায়মান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত