লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে