রংপুর প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ‘ছাত্রীকে উত্ত্যক্তের’ জেরে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বহিরাগত দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মূল ফটকের সামনে বহিরাগত দুই যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা কামাল ও বিধান রায়। এ সময় বহিরাগত ওই দুই যুবক তাঁদের আরও ১০-১৫ সঙ্গীদের ডেকে নিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে এলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেন।
রাত সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা হামলাকারী বহিরাগত দুই যুবককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে শিক্ষার্থীরা জটলা তৈরি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত, হামলাকারী দুই যুবক প্রক্টর রুমে আটক রয়েছেন। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শী গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম শান্ত বলেন, ‘বহিরাগত দুই যুবক ক্যাম্পাসের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় আমাদের বিভাগের মামুন ভাই, কামাল ভাই, বিধান ভাই বাধা দিলে বহিরাগতরা তাঁদের মারধর করে। এরপর আমরা এগিয়ে গেলে তাঁরা ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে নিয়ে এসে মারধর করে। এতে আমার বন্ধু আব্দুল্লাহ আল হাসান দীপ্তর চোখে আঘাত লাগে। পরে তাঁরা পালিয়ে যায়।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক বহিরাগত দুজন প্রক্টরের হেফাজতে আছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ‘ছাত্রীকে উত্ত্যক্তের’ জেরে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বহিরাগত দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মূল ফটকের সামনে বহিরাগত দুই যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা কামাল ও বিধান রায়। এ সময় বহিরাগত ওই দুই যুবক তাঁদের আরও ১০-১৫ সঙ্গীদের ডেকে নিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে এলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেন।
রাত সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা হামলাকারী বহিরাগত দুই যুবককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে শিক্ষার্থীরা জটলা তৈরি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত, হামলাকারী দুই যুবক প্রক্টর রুমে আটক রয়েছেন। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শী গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম শান্ত বলেন, ‘বহিরাগত দুই যুবক ক্যাম্পাসের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় আমাদের বিভাগের মামুন ভাই, কামাল ভাই, বিধান ভাই বাধা দিলে বহিরাগতরা তাঁদের মারধর করে। এরপর আমরা এগিয়ে গেলে তাঁরা ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে নিয়ে এসে মারধর করে। এতে আমার বন্ধু আব্দুল্লাহ আল হাসান দীপ্তর চোখে আঘাত লাগে। পরে তাঁরা পালিয়ে যায়।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক বহিরাগত দুজন প্রক্টরের হেফাজতে আছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।’
পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
১১ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১৮ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বিএনপির এক পক্ষের গণমিছিলে অপর পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় আক্রান্ত পক্ষ।
২২ মিনিট আগেকক্সবাজারের রামুতে বন বিভাগের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থান নিয়েছে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পটে গত বৃহস্পতিবার বিকেলে দুই দপ্তরের কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কির একটি ভিড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৫ মিনিট আগে