Ajker Patrika

নির্বাচন ঘিরে জমজমাট খাবারের ব্যবসা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৪
নির্বাচন ঘিরে জমজমাট খাবারের ব্যবসা

রংপুরের মিঠাপুকুরে নির্বাচন ঘিরে জমজমাট হয়ে উঠেছে ভ্রাম্যমাণ খাবারের ব্যবসা। বিশেষ করে ঝালমুড়ি, চানাচুর, ছোলা-বাদাম, জিলাপি ও পেঁয়াজু বেচাকেনা বেড়েছে কয়েক গুণ।

গতকাল শুক্রবার থেকে সভা-সমাবেশ বন্ধ হয়ে গেলেও বেচাকেনা ভোট গ্রহণের দিন কাল রোববার পর্যন্ত ভালো চলবে—এমনটাই জানিয়েছেন কয়েকজন খাবার বিক্রেতা। গত বৃহস্পতিবার মিঠাপুকুর কলেজ মাঠে নৌকা ও লাঙ্গলের প্রার্থীর নির্বাচনী সমাবেশ হয়। সেখানে কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতার দেখা মেলে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী সভা-সমাবেশে দোকান দিয়ে ব্যবসা ভালো হয়েছে।

বাদাম বিক্রেতা জাহাঙ্গীর আলম এসেছিলেন ৩০ কিলোমিটার দূর থেকে। তিনি জানান, সভা-সমাবেশে বাদাম বিক্রি করে তাঁর দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা মুনাফা হয়েছে। ঝালমুড়ি বিক্রেতা আবুল মজা করে বলেন, আর কিছুদিন পর ভোট হলে ভালোই আয়রোজগার হতো।

পেঁয়াজু বিক্রেতা মিন্টু ও চানাচুর বিক্রেতা গৌতমও একই কথা বলেন। তাঁরা জানান, এই কয়েক দিন ব্যবসা ভালোই জমেছিল। এখন প্রচার বন্ধ হয়ে যাওয়ায় আয় কম হবে; তবে ভোটের দিন পর্যন্ত বেচাকেনা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত