ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সাড়ে তিন বছরের সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নেভালে পুড়ে যাওয়া খাটের পাশ থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ শিশু প্রণয়ের লাশ।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শিশু প্রণয় বাঁচার জন্য চেষ্টা করেছিল।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্রণয় মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলে দিপু চন্দ্রের স্ত্রীর তাঁর সন্তান প্রণয়কে ঘরে ঘুম পাড়িয়ে রান্নার খড়ি জোগাতে বাইরে বের হন। এ সময় দিপু চন্দ্র রায়ও ঘরের বাইরে কাজে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁদের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে শিশুটির মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, টিনের ছাউনির আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসলেও বিদ্যুতায়িত হওয়ার ভয়ে তারা প্রথমে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুর মা ঘটনাস্থলে আসলে তারা শিশুর বিষয়ে জানতে পেরে আগুন নেভাতে সবাই একযোগে কাজ করেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। পরে তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে তাৎক্ষণিক শুকনা খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সাড়ে তিন বছরের সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নেভালে পুড়ে যাওয়া খাটের পাশ থেকে উদ্ধার করা হয় অগ্নিদগ্ধ শিশু প্রণয়ের লাশ।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শিশু প্রণয় বাঁচার জন্য চেষ্টা করেছিল।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু প্রণয় মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের দ্বিতীয় সন্তান।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিকেলে দিপু চন্দ্রের স্ত্রীর তাঁর সন্তান প্রণয়কে ঘরে ঘুম পাড়িয়ে রান্নার খড়ি জোগাতে বাইরে বের হন। এ সময় দিপু চন্দ্র রায়ও ঘরের বাইরে কাজে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁদের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে শিশুটির মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, টিনের ছাউনির আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসলেও বিদ্যুতায়িত হওয়ার ভয়ে তারা প্রথমে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুর মা ঘটনাস্থলে আসলে তারা শিশুর বিষয়ে জানতে পেরে আগুন নেভাতে সবাই একযোগে কাজ করেন, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুটি। পরে তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে তাৎক্ষণিক শুকনা খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।
চার বছরের ছোট্ট শিশু মানহার শরীরজুড়ে অসংখ্য পোড়া ক্ষতচিহ্ন। প্রতিবেশী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে আনা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। কী হয়েছে জিজ্ঞাসা করতেই মৃদু হেসে উত্তর দিল, ‘আব্বু পুইড়া দিছে।’ কীভাবে পুড়িয়ে দিয়েছে? মানহার জবাব, ‘ছুরি গরম করে ছ্যাঁকা দিছে।’
৪ মিনিট আগেরাজধানীর শেরেবাংলা নগর এলাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। শুধু জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৮ মিনিট আগেদেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর হাইকোর্ট গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
১৬ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরু, মহিষসহ প্রায় কোটি টাকার অধিক চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট...
২৪ মিনিট আগে