লালমনিরহাট প্রতিনিধি
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম। ক্ষমতার প্রভাব দেখিয়ে সিরাজুল তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম। ক্ষমতার প্রভাব দেখিয়ে সিরাজুল তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে