Ajker Patrika

নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা আটক

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা আটক

জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফসহ তিন নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে দলটির নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা আমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। 

জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে। তিনি আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। 

জামায়াত নেতাদের আটকের বিষয় নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়িতে জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে দলটির নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন শাখার আমির খয়রাত হোসেন বসুনিয়া ও কামারপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত