Ajker Patrika

মদ খেয়ে মাতলামি, কথিত সাংবাদিকের ১০ দিনের কারাদণ্ড

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
মদ খেয়ে মাতলামি, কথিত সাংবাদিকের ১০ দিনের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে মদ খেয়ে মাতলামির দায়ে জাহাঙ্গীর আলম খান (৩৫) নামের কথিত এক সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। ইউটিউব চ্যানেলে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বুধবার রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মদ খেয়ে মাতলামি করাসহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন জাহাঙ্গীর আলম খান নামের এক যুবক। স্থানীয় লোকজন খবর দিলে তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করা হলে আদালত তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত