Ajker Patrika

থানায় হামলা, আসামি ছিনতাই: আরও ৪ আসামি গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৭: ৫৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এবং আজ শনিবার জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক ছাত্রদল নেতা ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা, বাউরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাবিউল ইসলাম ও পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মাসুদ রানা। আর হাতীবান্ধা থানার মামলায় গ্রেপ্তার আসামি হলেন হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী কাজল।

এ নিয়ে দুই থানায় পুলিশের করা দুই মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। দুই মামলার ৫৪ এজাহারভুক্ত আসামির মধ্যে বেশির ভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন রাব্বিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদল। তার মধ্যে বাদশা জাহাঙ্গীর পাটগ্রাম থানা-পুলিশের করা মামলার প্রধান আসামি। আর ২ নম্বর আসামি মাহমুদ হোসেন রাব্বি।

লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন ও কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদমুদুন-নবী বলেন, পুলিশের মামলায় ২৭ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১ নম্বর খন্দকার নূরনবী কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত