Ajker Patrika

কাঁসাপুকুর গ্রামের এক কিলোমিটার কাচা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৯
কাঁসাপুকুর গ্রামের এক কিলোমিটার কাচা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীর ফরিদাবাদ কাঁসাপুকুর গ্রামের এক কিলোমিটার সড়ক পাকা না করায় চরম ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের প্রায় এক হাজার মানুষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। মাত্র এক কিলোমিটার কাঁচা এই সড়ক পাকাকরণ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। বর্ষা মৌসুমে এই সড়কের করুণ অবস্থা যেন দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলে কাদাপানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলতেও ভোগান্তি পোহাতে হয়। 

এই সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার মানুষের চলাচল। এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বলেন, ফরিদাবাদ থেকে কাঁসাপুকুর গ্রামের মাত্র এক কিলোমিটার কাঁচা সড়কটি সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদাপানিতে একাকার হয় সড়কটি। প্রচণ্ড কাদায় চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে অনেককেই গন্তব্যে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হয়। কাদার কারণে শিক্ষার্থী ও চাকরিজীবীরাও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে পৌঁছাতে পারেন না। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, একাধিকবার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বিষয়ে জানানো হয়েছে। সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। 

ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, `সড়কটির দুর্দশার চিত্র আমি নিজে দেখেছি। এবার বাজেট এলেই সড়কটি পাকা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত