Ajker Patrika

স্কুলমাঠে গাঁজা সেবনের সময় আটক, ৩ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
স্কুলমাঠে গাঁজা সেবনের সময় আটক, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য একটি বিদ্যালয়ের মাঠে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করে তিন মাসের কারাদণ্ড ও ১০০ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার অভিযান চালিয়ে এ সাজা দেন। এ সময় নবাবগঞ্জ থানা–পুলিশ অভিযানে সহযোগিতা করে। 

সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার শিবপুর গ্রামের মো. রাব্বি শাহিন রনি (২৭), ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনার পাড়ার মো. শাহজাহান (৩৪) ও মো. জুয়েল মিয়া (৩৫)। 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ আজকের পত্রিকাকে বলেন, ‘নবাবগঞ্জ সদরের পাইলট স্কুল মাঠে দীর্ঘদিন ধরে একটি মাদকসেবী চক্র সেখানে মাদকের আখড়া গড়ে তুলেছে বলে খবর পাওয়া যায়। আজ (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে এ স্কুল মাঠে গেলে হাতে–নাতে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যককে ৩ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা আদায় করেন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত