Ajker Patrika

নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। 

আজ সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে শিশু হাবিবার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন এলাকাবাসী ও তার পরিবার। 

শিশুটি উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শিশুটি গত শনিবার সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যারা খুঁজতে থাকেন। ওই দিন রাতেই পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। গত রোববার বাড়ির পাশের ওই পুকুরে ৮-১০ জন ব্যক্তি জাল ফেলে শিশুটিকে খুঁজলেও সন্ধান পাননি। শিশুটি বাবা ও তার সৎ মায়ের কাছে থাকত। 

আজ সকালে এক ব্যক্তি হাঁস তাড়াতে গিয়ে ভেসে ওঠা মরদেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে আসে। 

শিশুর চাচা আব্দুল আজিজ বলেন, কাল পুকুরে এত লোক খুঁজলাম পেলাম না। আজ লাশ পেলাম, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সঠিক বিচার চাই। 

পুকুর-ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকাশিশুটির বাবা আব্দুল হাকিম বলেন, ‘শত্রুতা করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’ 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মারা গেছে তা জানা যাবে। আমরাও পারিপার্শ্বিক সব বিষয় তদন্ত করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত