Ajker Patrika

জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা ভোলেনি: বাহাউদ্দিন নাছিম

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯: ৫৩
জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা ভোলেনি: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা ভোলেনি। বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা জ্বালাও-পোড়াও করেছে। তাদের আমলে জঙ্গিদের মদদ দিয়ে সন্ত্রাস কায়েম করেছিল।’ 

আজ বৃহস্পতিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন হয়েছে, তা বিশ্বদরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।’ 

সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুল লতিফ আকন্দ। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, মাহমুদ হাসান রিপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল। 

এ ছাড়া আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কৃষিবিদ মো. আবদুস সালাম, সহসভাপতি অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ, উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপমুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপস্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মণ্ডল, সদস্য পাপিয়া রায় পাখি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত