ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় এক স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় আজ বৃহস্পতিবার উপজেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সোনাহাট স্থলবন্দরে পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করেছে।
১৪৪ ধারা জারির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। তিনি বলেন, সোনাহাট স্থল বন্দর সীমান্তবর্তী এলাকা। একই স্থানে দুই গ্রুপের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা থাকায় ১৪৪ ধার জারি করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথর ও কয়লা আমদানি করা হয়। সরকারি রাজস্ব আহরণে সোনাহাট স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে সরকারি স্বার্থে ব্যাঘাত ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
এ সময় ভূরুঙ্গামারীতে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা এর বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার বলেন, গতকাল বুধবার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা বলেন, সোনাহাট স্থল বন্দরে বিএনপির কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৪৪ ধারা চলমান থাকলে কর্মী সমাবেশ করা হবে না।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় এক স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় আজ বৃহস্পতিবার উপজেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সোনাহাট স্থলবন্দরে পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করেছে।
১৪৪ ধারা জারির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। তিনি বলেন, সোনাহাট স্থল বন্দর সীমান্তবর্তী এলাকা। একই স্থানে দুই গ্রুপের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা থাকায় ১৪৪ ধার জারি করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথর ও কয়লা আমদানি করা হয়। সরকারি রাজস্ব আহরণে সোনাহাট স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে সরকারি স্বার্থে ব্যাঘাত ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
এ সময় ভূরুঙ্গামারীতে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা এর বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার বলেন, গতকাল বুধবার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা বলেন, সোনাহাট স্থল বন্দরে বিএনপির কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৪৪ ধারা চলমান থাকলে কর্মী সমাবেশ করা হবে না।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদ থেকে আনায়ারুল ইসলাম আনার (৫২) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই ঘাট গড়িপাড়া থেকে এ লাশ উদ্ধার করে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে ঢাকার আশুলিয়া থানার পৃথক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
৭ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৮) এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার কানুপুর রেলগেট এলাকার রবিদাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে