তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বালু চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
আজ রোববার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে পাথর উত্তোলন করছিলেন তাঁরা। দুপুরের দিকে করতোয়া নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এ সময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তে চাপা পড়েন তাঁরা। হান্নান গর্ত থেকে উপড়ে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপা পড়ে মারা যান। পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে সকিরুলের মরদেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বালু চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
আজ রোববার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে পাথর উত্তোলন করছিলেন তাঁরা। দুপুরের দিকে করতোয়া নদীতে গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এ সময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তে চাপা পড়েন তাঁরা। হান্নান গর্ত থেকে উপড়ে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপা পড়ে মারা যান। পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে সকিরুলের মরদেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘদিনের পুরোনো বসতি হলেও এ পথে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কটি কাঁচা থাকায় বর্ষা এলেই পরিণত হয় কাদা-পথে। এ সময় এই পথ হয়ে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া—সবই হয়ে ওঠে দুঃসাধ্য।
২৪ মিনিট আগেস্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন মিলে আবু সাঈদ অটো রাইসমিলটি আবার চালু করেন। বর্তমানে সেখানে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন।
২৯ মিনিট আগেরানিহাটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার হলে বসে খাতায় লিখছিলাম। হঠাৎ বাইরে থেকে মাইকের প্রচণ্ড শব্দ আসতে থাকে। এতে খুব বিরক্ত লাগছিল। এভাবে পরীক্ষা চলাকালে মাইক ব্যবহার একদমই উচিত হয়নি।’
৩১ মিনিট আগেঘটনাস্থল থেকে একটি মাটি কাটার যন্ত্র ও একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন আইনে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর একজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ লাখ ১০০ টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
৩৪ মিনিট আগে