Ajker Patrika

ছবি তোলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন প্রতিমন্ত্রীর স্ত্রী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি তোলায় সাংবাদিকের ওপর চড়াও হলেন প্রতিমন্ত্রীর স্ত্রী

‘এ কোন সাংবাদিক ক্যামেরা নামাও ছবি তোলা যাবে না’-এই বলে সংবাদকর্মীদের ওপর চড়াও হন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া জাকির। আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনের কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল ৮টা থেকে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে শুরু হয়। ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়, ফকিরেরহাট হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা, খালেদা শওকত পাটোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চললেও ভোটারের উপস্থিত উল্লেখ যোগ্য ছিল না। এ সময় কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী সোলায়মান আলী সরকার তার মেয়ে এবং প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া জাকির রাণীগঞ্জ ইউনিয়নের মেম্বার মোনায়েম সরদারসহ দলীয় লোকজন ও সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

স্থানীয় সংবাদকর্মীরা ভোট চলাকালীন কেন্দ্রের বাইরের উপস্থিতির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সুরাইয়া জাকির সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি বলেন, ‘এ কোন সাংবাদিক ক্যামেরা নামাও ছবি তোলা যাবে না’। এই বলে ক্যামেরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের বক্তব্য নিতে চাইলে প্রার্থী ও তার মেয়ে বক্তব্য দিতে রাজি হননি। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া জাকির রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ও সেখানকার ভোটার তিনি। রৌমারী উপজেলার পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ জুলাই মাসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। সেখানেও বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হলেও সুরাইয়া জাকির ভোট প্রদান করেননি বলে জানা যায়। তার ভোট কেন্দ্র ছিল ৪৫ নম্বর রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা। চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাঁর বাবা সোলায়মান আলী সরকার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯১৯ জন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে মাননীয় প্রতিমন্ত্রীর স্ত্রী ভোট দিয়েছেন কিনা আমার চোখে পড়েনি।’

এই বিষয়ে সুরাইয়া জাকিরের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘আমার চোখে পড়েনি। কোনো প্রার্থী অভিযোগও করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত