রংপুর প্রতিনিধি
জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রক্টর কার্যালয়) রাফিউল হাসান ও সহকারী রেজিস্ট্রার (ডেসপাস শাখা) মোকতারুল ইসলাম। এর মধ্যে নগরীর গণেশপুর এলাকার বাসা থেকে রাফিউল হাসানকে ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মোকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মোকতারুল ইসলামকে ও গভীর রাতে রাফিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
রাফিউল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা আছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বাসায় থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার আজকের পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রক্টর কার্যালয়) রাফিউল হাসান ও সহকারী রেজিস্ট্রার (ডেসপাস শাখা) মোকতারুল ইসলাম। এর মধ্যে নগরীর গণেশপুর এলাকার বাসা থেকে রাফিউল হাসানকে ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মোকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মোকতারুল ইসলামকে ও গভীর রাতে রাফিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
রাফিউল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা আছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বাসায় থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার আজকের পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২ ঘণ্টা আগে