Ajker Patrika

বর্তমান সরকার বাংলাদেশের সব ক্ষুদ্র জাতিসত্তার বিকাশে বদ্ধপরিকর: মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৬: ১৩
বর্তমান সরকার বাংলাদেশের সব ক্ষুদ্র জাতিসত্তার বিকাশে বদ্ধপরিকর: মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘আমাদের অতীত ঐতিহ্যই বর্তমান সংস্কৃতির পাথেয়। যারা অতীতকে ভুলে যায়, তারা ভবিষ্যৎ রচনা করতে পারে না। বাংলাদেশের বিভিন্ন প্রত্নতত্ত্বের অধীনে যে মিউজিয়াম আমাদের অতীত সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সংরক্ষণে সর্বাত্মকভাবে বর্তমান সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ বাংলাদেশের সব ক্ষুদ্র জাতিসত্তার বিকাশে বদ্ধপরিকর। কান্তনগরে প্রতিষ্ঠিত মিউজিয়াম এই এলাকার পর্যটনশিল্পকে অনেক বেশি সমৃদ্ধ করবে।’ 

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশের পর্যটনশিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পর্যটনের উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তাঁর নেতৃত্বে পর্যটনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমরা কাজ করছি।’ 

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলামসহ প্রমুখ। 
 
এর আগে কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত