Ajker Patrika

পুকুর থেকে মা ও ২ শিশু সন্তানের লাশ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি
পুকুর থেকে মা ও ২ শিশু সন্তানের লাশ উদ্ধার 

দিনাজপুরের সদর পল্লির একটি পুকুর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মৃতরা হলেন–ভবাইনগর চুনিয়াপাড়া গ্রামের কৃষি শ্রমিক উজ্জ্বল চন্দ্র দেবনাথের স্ত্রী অষ্টমী বালা দেবনাথ (২৮), তার ছেলে গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)। 

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে পুকুরটি খনন করা হয়। পুকুরের গভীরতা অনেক বেশি। গোসল করতে নেমে পানিতে ডুবে মা সন্তানের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকসেদ আলী রানা জানান, ‘আজ শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরে অষ্টমী বালা দেবনাথসহ তিনজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর স্থানীয়রা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, ‘এলাকাবাসী ধারণা করছে, দুপুরে কোনো এক সময় দুই সন্তানকে নিয়ে গোসল করতে যায় গৃহবধূ অষ্টমী বালা। এরপর দুই সন্তান পুকুরের গভীরে তলিয়ে যাওয়ায় তাদের উদ্ধার করতেই প্রাণ গেছে মাসহ তিনজনেরই।’ 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার করা তিনটি লাশেরই সুরতহাল করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত