সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি কুটিরশিল্প কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাউলপাড়া এলাকার ইলাহি কুটির ও শিল্পকারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইলাহি কুটিরশিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ হোসেন আজকের পত্রিকাকে জানান, ওই কারখানায় রড, তারসহ ছয় ধরনের পণ্য উৎপাদন করা হয়। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে রাত ২টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। নৈশপ্রহরী ও এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে সৈয়দপুর, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র ও কারখানার সব মালামাল। এতে ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকার ঊর্ধ্বে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণের আগে আরও প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।’
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি কুটিরশিল্প কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাউলপাড়া এলাকার ইলাহি কুটির ও শিল্পকারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইলাহি কুটিরশিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ হোসেন আজকের পত্রিকাকে জানান, ওই কারখানায় রড, তারসহ ছয় ধরনের পণ্য উৎপাদন করা হয়। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে রাত ২টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। নৈশপ্রহরী ও এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে সৈয়দপুর, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র ও কারখানার সব মালামাল। এতে ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকার ঊর্ধ্বে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণের আগে আরও প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে