Ajker Patrika

হাতীবান্ধায় আগুনে পুড়েছে ৯ দোকান

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি
হাতীবান্ধায় আগুনে পুড়েছে ৯ দোকান

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুনে৯টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে উপজেলার বড়খাতা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বাজারের একটি প্লাস্টিকের দোকানে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৯টি দোকান পুড়ে গেছে। তাতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ পরান বলেন, ‘আগুনে নগদ ১০ লাখ টাকাসহ অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি, এখন সব পড়ে গেল। প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই।’

কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, ‘রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাই। ভোরে ফোন পেয়ে দোকানে এসে দেখি দোকান আগুনে পুড়ছে। সব হারিয়ে এখন আমরা পথের ভিখারি হয়ে গেলাম।’

বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ৯টি দোকানের মালামাল পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত