Ajker Patrika

পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি 
পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে মো. সলেমান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সলেমান আলী এজলাসে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামে।

মামলার বিবরণীতে জানা গেছে, পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় সুখ্যাতি গ্রামে নিজে বাড়িতে ২০১৮ সালের ১৭ মে স্ত্রী জোসনা বেগমকে (৪২) পিটিয়ে হত্যা করেন সলেমান আলী। পরে ঘরের দরজায় তালা দিয়ে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত