Ajker Patrika

কাউনিয়ায় রাস্তায় ফেলে শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূ আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৯
কাউনিয়ায় রাস্তায় ফেলে শাশুড়িকে নির্যাতন, পুত্রবধূ আটক

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়ি আয়েশা বেগমকে (৬০) অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ রত্না বেগম। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুত্রবধূ রত্না বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রামে নির্যাতনের ঘটনাটি ঘটে। আয়েশা বেগম ওই এলাকার মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। শুক্রবার তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হায়দার আলী জানান, আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর স্বামীর বাড়িতে একাই বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম (৩০) তাঁর স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকতেন। আশরাফুল কাজকর্ম করতেন না। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ জানতে চান রত্না।

একপর্যায়ে শাশুড়িকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে বের করে রাস্তায় এনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন তিনি। এ সময় কেউ একজন সেটির ভিডিও ধারণ করেন। পরে শুক্রবার বিকেলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। 

ইউপি সদস্য হায়দার আলী আরও জানান, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। 

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর রত্না বেগমকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত