রংপুর প্রতিনিধি
বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর গতকাল বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।
উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।
২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। গতকাল বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।
সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।
খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’
বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর গতকাল বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।
উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।
২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। গতকাল বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।
সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।
খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’
রাইপেন, ইথোফন, জিব্রেলিক অ্যাসিডসহ নানা ক্ষতিকর রাসায়নিকের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের আনারসে। এর কারণে ঔষধি গুণসম্পন্ন সুস্বাদু আনারস মরণঘাতী ক্যানসারের উপকরণবাহী ফলে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এমন রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যাতে দ্রুত আনারস দ্রুত বড়...
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুর উপজেলায় সেতু নির্মাণের প্রায় এক বছরেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে ৪ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতু কাজে আসছে না এলাকাবাসীর। বিপরীতে ১৫ ফুট উঁচু পথ মাড়িয়ে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যাতায়াতকালে ইতিমধ্যে পথচারীদের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। কবে নাগাদ সেতুর দুই পাশে...
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে মগড়া নদী। একসময় এই নদীর পানি কানায় কানায় পূর্ণ ছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খরস্রোতা এই নদী। দুই প্রান্তের পানি শুকিয়ে গেছে। হাঁটুপানিও নেই মাঝনদীতে। নাব্যতা হারিয়ে আবর্জনা আর বালুর স্তূপে অস্তিত্ব হারাচ্ছে জলজ প্রাণী ও মানুষের জীবিকার মগড়া নদী।
২ ঘণ্টা আগেসাভারের তেঁতুলঝোড়া কলেজের শিক্ষক আতিক রহমান এক সহকর্মীকে নিয়ে এসেছিলেন কলেজের লাইব্রেরির জন্য বই কিনতে। সময় করে উঠতে পারেননি, তাই মেলার শেষ দিকে আসা। জানালেন, শিক্ষার্থীদের জন্য চিরায়ত সাহিত্য কিনেছেন।
৩ ঘণ্টা আগে