Ajker Patrika

আওয়ামী লীগের নেতা-কর্মীরা অলস হয়ে পড়েছে: ড. হাছান মাহমুদ 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২১: ৪৯
Thumbnail image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে যাদের বয়স ৩০ বছরের নিচে তারা বিরোধী দলে থাকার যন্ত্রণা ও দলের আন্দোলন-সংগ্রাম দেখেনি, তারা শুধু ক্ষমতায় দেখেছে। ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এখন অলস হয়ে পড়েছে। এ সময়ে দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে দলকে মুক্ত করতে হবে। আলস্য ঝেড়ে ফেলে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূলের নেতা–কর্মী ও দলের সভাপতি শেখ হাসিনার কারণে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে আজ রাষ্ট্রক্ষমতায়। বিগত নির্বাচনগুলো বানচাল করতে বিএনপি-জামায়াত ও বিভিন্ন অপশক্তি কাজ করেছে। তারা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত হয়েও সফল হতে পারেনি। বরং ৮১টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠন করায় অভিনন্দন জানিয়েছে।

বিএনপি নেতা–কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, তাঁরা এখন সরকার পতনের আন্দোলন না করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করেন। তিনি অসুস্থ হলে বিএনপির নেতারা খুশি হন। কেননা, এ অজুহাতে তাঁরা আন্দোলন চাঙা করতে চান।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। 

এ ছাড়া সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, সাবেক রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। 

বর্ধিত সভায় দলের রংপুর বিভাগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত