Ajker Patrika

নিজের মেয়েকে সরকারি প্রাথমিকে ভর্তি করালেন ইউএনও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ৪৬
নিজের মেয়েকে সরকারি প্রাথমিকে ভর্তি করালেন ইউএনও

বিত্তশালী পরিবারের সন্তানের প্রাক্‌-শিক্ষা সাধারণত ইংলিশ মিডিয়াম কিংবা কিন্ডারগার্টেন দিয়ে শুরু হয়। সরকারি বড় কর্মকর্তাদের সন্তানদের বেলায়ও তাই। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না। তিনি নিজের মেয়ে মুসসারাত তাসবিহ ইমামকে (৫) উপজেলার কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

গত রোববার ইউএনও স্কুলে উপস্থিত হয়ে মেয়েকে প্রাক্‌ -প্রাথমিক শাখায় ভর্তি করান।

এ সময় ইউএনও নাহিদ তামান্না বলেন, ‘সরকারি স্কুলে এখন শিক্ষাব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো। এ জন্য মেয়েকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। এ ছাড়া সরকারি স্কুলের শিক্ষকেরা অনেক ক্ষেত্রে দক্ষ এবং আন্তরিক। আমি আশা করব, সকল অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন তাঁদের সন্তানদের পড়ান।’

সহকারী শিক্ষক সফিয়ার মোহাম্মাদ জাকিউল আলম স্বপন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। এতে আরও অনেকের সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনুপ্রাণিত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক নাসরীন পারভীন বলেন, একজন উপজেলা পর্যায়ের বড় কর্মকর্তা তাঁর সন্তানকে প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে নজির সৃষ্টি করলেন। সকলের মনোভাব যদি এমন হয়, তাহলে শিক্ষার মান পরিবর্তন ও টেকসই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত