ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সময় কর্মীরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মিলটি জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমানের মালিকানাধীন। বিকেল পৌনে ৫টার দিকে মিল চালু থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। এরপর মিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রেদওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া মিলের একটি ৫০০ কেভির জেনারেটর, একটি ১ হাজার কেভির ট্রান্সফরমার ও একটি বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন (৫০) বলেন, ‘আগুন লাগার পর মিলের ভেতর থেকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা বের হতে দেখি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
হাসান মাহমুদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘সুপ্রিয় জুট মিল আমাদের এলাকার বড় একটি প্রতিষ্ঠান। আগুনে পাট আর যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় মালিকের বড় ক্ষতি হলো। আমরা চাই মিলটি দ্রুত মেরামত করে আবার চালু হোক।’
ঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সময় কর্মীরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মিলটি জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমানের মালিকানাধীন। বিকেল পৌনে ৫টার দিকে মিল চালু থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। এরপর মিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রেদওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া মিলের একটি ৫০০ কেভির জেনারেটর, একটি ১ হাজার কেভির ট্রান্সফরমার ও একটি বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন (৫০) বলেন, ‘আগুন লাগার পর মিলের ভেতর থেকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা বের হতে দেখি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
হাসান মাহমুদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘সুপ্রিয় জুট মিল আমাদের এলাকার বড় একটি প্রতিষ্ঠান। আগুনে পাট আর যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় মালিকের বড় ক্ষতি হলো। আমরা চাই মিলটি দ্রুত মেরামত করে আবার চালু হোক।’
জুলাই গণঅভ্যত্থানের মূল লক্ষ্য ছিলো ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন বলে জানিয়েছেন চিন্তক, লেখক ও গবেষক কবি ফরহাদ মজহার। আজ শনিবার রাজধানীর বাড়িধারা ডিইউএইচএস সিরাজুল আলম খান সেন্টারের সেমিনার হলে যুব বাঙালি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মরণ’ সভায় তিনি এ মন্তব্য করেন।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সংলগ্ন মিয়ানমার সীমান্তের ৩৮ থেকে ৫০ নম্বর পিলার এলাকাজুড়ে গোলাগুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা। ভারী অস্ত্রের গোলার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এসব এলাকার বাসিন্দারা। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গোলাগুলির বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশাচালক শরিফ শেখের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের নিজ বসতঘরে লাশটি পাওয়া যায়।
৩৪ মিনিট আগেসাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার তিন নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব।
৩৬ মিনিট আগে