বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।
বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়িতে এক তরুণীর অনশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের দায়িত্ব থেকে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর মধ্যে ওই তরুণীকে বিয়ে করেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িতে থাকার’ কারণ দেখিয়ে গতকাল সোমবার রাতে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই তরুণীর অনশনের ঘটনার পর শাওন পালিয়ে যান। ‘তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে’ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে একটি কলেজের ছাত্রী ওই তরুণী বিয়ের দাবিতে শাওনের বাড়িতে অনশন করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানান।
এদিকে ওই তরুণী তাঁর বাড়িতে অবস্থান নেয়ার পরপরই আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা শাহাবুল। মোবাইল ফোনে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রং (ভুল) নম্বর বলে কল কেটে দেন।
ওই তরুণী স্থানীয়দের বলেছেন, শাহাবুলের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক। শাহাবুল তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ দিতে টালবাহানা করেন। নিরুপায় হয়ে তিনি অনশনে বসেছেন।
তবে শেষ পর্যন্ত ওই তরুণীকে শাহাবুল বিয়ে করেছেন বলে তাঁর বাবার বরাত দিয়ে জানিয়েছেন পলিপ্রয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসুদ্দিন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে শাওনের বিয়ের খবর শুনেছি। ছেলের বাবার কাছে জানতে পেরেছি, এক আত্মীয়ের বাড়িতে আছেন তাঁরা। বউ নিয়ে এখনো বাড়ি আসেননি।’
এই তথ্য ওই তরুণীর বাবার বরাত থেকে নিশ্চিত করেছেন ১ নম্বর মুকুন্দপুর ইউপি সদস্য ইসমত আরা। তিনি বলেন, তাঁর মেয়ে ও শাওন গতকাল বিয়ে করেছেন বলে তিনি জানান। তবে তাঁরা তাঁর বাড়িতে তখনো যাননি।
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ইজিবাইকচালক রোমান আকনকে (৪৮) কুপিয়ে জখম করা হয়েছে। বাধা দেওয়ার তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে। এ সময় ইজিবাইকে আগুন দেওয়া হয়। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইজিবাইকচালক রোমান আকন একই গ্রামের মৃত
১৯ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দিন (২৮) পাঠাও কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেন তিনি
২৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাবি শাখা। আজ শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের হল কমিটি নিয়ে উদ্বেগ
১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান বলেছেন, প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছেন। দেশে অবাধে চাঁদাবাজি চলছে। সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অসম্ভব।
১ ঘণ্টা আগে