Ajker Patrika

‘জুয়া নিয়ে কোরআন ছুঁয়ে’ শপথের ভিডিও, সৈয়দপুরে হিন্দু কিশোর গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭: ৩১
‘জুয়া নিয়ে কোরআন ছুঁয়ে’ শপথের ভিডিও, সৈয়দপুরে হিন্দু কিশোর গ্রেপ্তার

জুয়া নিয়ে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করার ভিডিও ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান।

ওই কিশোর দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তার মা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ওসি সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নীলফামারী আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পরিমল কুমার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আগামী ২ এপ্রিল পরের শুনানির দিন রাখা হয়েছে। সেদিন পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হবে।

গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এজাহারের বরাত দিয়ে ওসি সাইফুল জানান, গত ১২ মার্চ ওই কিশোর নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে। তাতে পবিত্র কোরআন শরিফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশ্যে একজনকে বলতে শোনা যায়, ‘কোরআনের শপথ করে বলছি, যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন, তাঁরা প্রতারিত হবেন না, বরং লাভবান হবেন।’

এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মামলা হলে আজ দুপুরে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত