দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
মুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
২ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৫ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
২০ মিনিট আগে