নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-৩ (জলঢাকা) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। এবার তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানাকে (ঈগল) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী।
সরে যাওয়া প্রার্থীরা হলেন আবু সাঈদ শামীম (মোড়া) ও হুকুম আলী (ট্রাক)। আজ শুক্রবার বিকেলে আবু সাঈদ শামীমের টেঙ্গনমারীর নিজ বাসভবনে এ ঘোষণা দেন ওই দুই প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আবু সাঈদ শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জোটগতভাবে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই জলঢাকার উন্নয়নের স্বার্থে নির্বাচন থেকে সরে গিয়ে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানালাম।’
অপর প্রার্থী হুকুম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাপার ওই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কোনো খবর নেয়নি। ঢাকায় অবস্থান করায় এ আসনের ভোটার এবার পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্য দলীয় একজনকে সমর্থন দিয়ে বিজয়ী করতে চাই।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা বলেন, ‘আশাহত জলঢাকার মানুষ পরিবর্তন চায়। জাপার ওই সংসদ সদস্যকে আর সংসদে দেখতে চায় না এ আসনের মানুষ। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আমাকে সমর্থন দিয়েছেন।’ তিনি তাঁদের অভিনন্দন জানান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মধ্যে একাধিক প্রার্থী ছিল। আমাদের বৃহত্তর স্বার্থে, দলীয় শৃঙ্খলার স্বার্থে ও ঈগল পাখির বিজয় নিশ্চিতে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে এসেছেন। তাঁরা মার্জিয়া সুলতানাকে সমর্থন দিয়েছেন। তাঁদের সমর্থনে দলের স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হলো।’
এই আসন থেকে এখন ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), তাঁর বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের (কেটলি)। অপর প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির খলিলুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি), সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি) এবং মার্জিয়া সুলতানা (ঈগল)।
উল্লেখ্য, নির্বাচন থেকে সরে দাঁড়ানো আবু সাঈদ শামীম জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হুকুম আলী সাবেক যুবলীগ নেতা।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। এবার তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানাকে (ঈগল) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী।
সরে যাওয়া প্রার্থীরা হলেন আবু সাঈদ শামীম (মোড়া) ও হুকুম আলী (ট্রাক)। আজ শুক্রবার বিকেলে আবু সাঈদ শামীমের টেঙ্গনমারীর নিজ বাসভবনে এ ঘোষণা দেন ওই দুই প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আবু সাঈদ শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘গত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জোটগতভাবে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই জলঢাকার উন্নয়নের স্বার্থে নির্বাচন থেকে সরে গিয়ে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানালাম।’
অপর প্রার্থী হুকুম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাপার ওই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কোনো খবর নেয়নি। ঢাকায় অবস্থান করায় এ আসনের ভোটার এবার পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্য দলীয় একজনকে সমর্থন দিয়ে বিজয়ী করতে চাই।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা বলেন, ‘আশাহত জলঢাকার মানুষ পরিবর্তন চায়। জাপার ওই সংসদ সদস্যকে আর সংসদে দেখতে চায় না এ আসনের মানুষ। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আমাকে সমর্থন দিয়েছেন।’ তিনি তাঁদের অভিনন্দন জানান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মধ্যে একাধিক প্রার্থী ছিল। আমাদের বৃহত্তর স্বার্থে, দলীয় শৃঙ্খলার স্বার্থে ও ঈগল পাখির বিজয় নিশ্চিতে দুই প্রার্থী নির্বাচন থেকে সরে এসেছেন। তাঁরা মার্জিয়া সুলতানাকে সমর্থন দিয়েছেন। তাঁদের সমর্থনে দলের স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত হলো।’
এই আসন থেকে এখন ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), তাঁর বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের (কেটলি)। অপর প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির খলিলুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি), সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি) এবং মার্জিয়া সুলতানা (ঈগল)।
উল্লেখ্য, নির্বাচন থেকে সরে দাঁড়ানো আবু সাঈদ শামীম জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হুকুম আলী সাবেক যুবলীগ নেতা।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১৫ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১৬ মিনিট আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে