পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরবাড়ির পাশের একটি জাম গাছ থেকে শামীম মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শামীম পাশের গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আব্দুল ওয়ারেস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে ফাতেমার সঙ্গে মোবাইল ফোনে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্যকলহ চলে আসছিল। এক সপ্তাহে আগে ফাতেমা রাগ করে বাবার বাড়ি চলে যান।
শামীমের স্ত্রী ফাতেমা জানান, বাবার বাড়ি আসার পর থেকে শামীম মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শামীমের সঙ্গে শেষ কথা হয় তাঁর। আজ সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শামীমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরবাড়ির পাশের একটি জাম গাছ থেকে শামীম মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শামীম পাশের গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের আব্দুল ওয়ারেস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে ফাতেমার সঙ্গে মোবাইল ফোনে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্যকলহ চলে আসছিল। এক সপ্তাহে আগে ফাতেমা রাগ করে বাবার বাড়ি চলে যান।
শামীমের স্ত্রী ফাতেমা জানান, বাবার বাড়ি আসার পর থেকে শামীম মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শামীমের সঙ্গে শেষ কথা হয় তাঁর। আজ সকালে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শামীমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
১৫ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
১৮ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
২৬ মিনিট আগে