Ajker Patrika

হাতীবান্ধায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)
হাতীবান্ধায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলামকে (৩২) কে গ্রেপ্তার করেছে সিআইডি ও থানা–পুলিশ। আজ সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রশিদুল ইসলাম উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া তিনি বড়খাতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ–সভাপতি। 

জানা যায়, ২০২০ সালের ২৯ নভেম্বর হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর সঙ্গে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী সঙ্গে জমি নিয়ে সংঘর্ষ হয়।

এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন ব্যাপক মারধরের শিকার হন। শামিম চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় শামিম হোসেনের বোন আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলার প্রধান আসামি তোয়াব আলীকে (৩৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় লালমনিরহাট সিআইডি পুলিশ রশিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে লালমনিরহাটে নিয়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত