চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছেন ঢুসমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাজ্জাক খেরুয়ারচর গ্রামের মৃত শুক্কুরের ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশা চালান তিনি।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘গতকাল সকালে মেয়েকে ভাত দিতে বলে গরুর জন্য ঘাস আনতে যাই। এই সুযোগে রাজ্জাক আমার বাড়িতে গিয়ে মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী এক শিশু ঘটনাটি দেখে ফেলে। পরে রাজ্জাক দ্রুত সটকে পড়েন। প্রতিবেশী ওই শিশু ঘটনাটি সবাইকে বললে আমি আমার মেয়ের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাই। পরে আমার মেয়র ঘটনাটি আমার কাছে বলে। ঘটনার পরপরই রাজ্জাক এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে নৌকাঘাট থেকে তাঁকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি। আমার মেয়ের যে এত বড় ক্ষতি করেছেন এবং গ্রামের আর কোনো বাচ্চার যেন এমন ক্ষতি করতে না পারেন এ জন্য তাঁর কঠোর শাস্তির দাবি করছি।’
শিশুর মা আরও বলেন, ‘রাজ্জাক গ্রাম সম্পর্কে আমার মেয়ের জ্যাঠা হন। তাঁর বিরুদ্ধে গ্রামের একাধিক শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে নিজ পুত্রবধূদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ জন্য তাঁর ছেলের দুই স্ত্রী সংসার ছেড়ে চলে গেছেন।’
এ বিষয়ে নয়ারহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান নিরাশ বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা পাওয়ায় স্থানীয়রা রাজ্জাককে আটক করে। ওই সময় গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে তাঁকে খেয়াঘাট থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের কথা অস্বীকার করেছেন তিনি।’
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। পরে রাজ্জাককে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছেন ঢুসমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাজ্জাক খেরুয়ারচর গ্রামের মৃত শুক্কুরের ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ঢাকায় রিকশা চালান তিনি।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘গতকাল সকালে মেয়েকে ভাত দিতে বলে গরুর জন্য ঘাস আনতে যাই। এই সুযোগে রাজ্জাক আমার বাড়িতে গিয়ে মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী এক শিশু ঘটনাটি দেখে ফেলে। পরে রাজ্জাক দ্রুত সটকে পড়েন। প্রতিবেশী ওই শিশু ঘটনাটি সবাইকে বললে আমি আমার মেয়ের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাই। পরে আমার মেয়র ঘটনাটি আমার কাছে বলে। ঘটনার পরপরই রাজ্জাক এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে নৌকাঘাট থেকে তাঁকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি। আমার মেয়ের যে এত বড় ক্ষতি করেছেন এবং গ্রামের আর কোনো বাচ্চার যেন এমন ক্ষতি করতে না পারেন এ জন্য তাঁর কঠোর শাস্তির দাবি করছি।’
শিশুর মা আরও বলেন, ‘রাজ্জাক গ্রাম সম্পর্কে আমার মেয়ের জ্যাঠা হন। তাঁর বিরুদ্ধে গ্রামের একাধিক শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে নিজ পুত্রবধূদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ জন্য তাঁর ছেলের দুই স্ত্রী সংসার ছেড়ে চলে গেছেন।’
এ বিষয়ে নয়ারহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান নিরাশ বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা পাওয়ায় স্থানীয়রা রাজ্জাককে আটক করে। ওই সময় গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে তাঁকে খেয়াঘাট থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের কথা অস্বীকার করেছেন তিনি।’
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। পরে রাজ্জাককে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৫ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৫ ঘণ্টা আগে