ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি এই তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, সিবলি সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, সদস্যসচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। তাঁরা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতার নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করেন। সেই মামলায় ১০ জন নেতা-কর্মীকে আটক করা হলেও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আজ সোমবার বিচারিক আদালতের বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি এই তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, সিবলি সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, সদস্যসচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। তাঁরা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতার নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করেন। সেই মামলায় ১০ জন নেতা-কর্মীকে আটক করা হলেও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আজ সোমবার বিচারিক আদালতের বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৮ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২২ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৭ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৮ মিনিট আগে