Ajker Patrika

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রোজামনি। সে ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে।

চর বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, সকাল ১০টার দিকে বাড়ির সদস্যরা নাশতা খাচ্ছিলেন। ওই সময় রোজামনি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পাশে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। খাওয়া শেষে তার মা শিল্পী বেগম রের হয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের পানিতে রোজামনির ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত